জেলা পরিষদ নির্বাচনে গাবতলীতে বাকী পাইকার সদস্য নির্বাচিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি-প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো বগুড়া জেলা পরিষদের নির্বাচন। গাবতলীতে সদস্য প্রার্থী আব্দুল্লাহেল বাকী পাইকার (হাতি) মার্কা প্রতিক নিয়ে ৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ আই ফয়সাল খান জনি (টিউবওয়েল) প্রতিকে পেয়েছেন ৫৫ভোট। আর ১৬ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন মুঞ্জুরুল হক মুঞ্জু (উটপাখি মার্কা)। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও ১০নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন (আনারস মার্কা) পেয়েছেন ৭৭ ভোট, আব্দুল মান্নান (মোটর সাইকেল) পেয়েছেন ৬৪ ভোট, সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রার্থী আছমা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ৫৪ভোট, লাবনী খাতুন (ফুটবল মার্কা) পেয়েছেন ৫২ ভোট, শামছুন নাহার (দোয়াত কলম) ১৯ভোট, দিলরুবা আমিনা আকতার বানু সুইট (হরিন মার্কা) ১৪ ভোট, রহিমা আকতার রিপা (টেবিল ঘড়ি) ০১ ভোট এবং রুনুফা খাতুন (বই মার্কা) ০১ভোট পেয়েছেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার জাহেদুল ইসলাম উপরোক্ত তথ্যটি নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ