বগুড়ায় ৫টি লায়ন্স ক্লাবের উদ্যোগে গভর্নর’র ‘মানবতায় সমাজ গড়ি’ স্লোগানে সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি-লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ এর মাননীয় গভর্নর লায়ন মোঃ আব্দুল ওয়াহাব পিএমজেএফ- এর ‘মানবতায় সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার ৫টি লায়ন্স ক্লাব যথা লায়ন্স ক্লাব অব বগুড়া সিটি, বগুড়া সাফা, বগুড়া তন্ময়, বগুড়া মহাস্থান ও বগুড়া সংশপ্তকের সমন্বিত উদ্যোগে গতকাল বেলা ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ সরকারি টাউন প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি টাউন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার। এসময় আরসি হেডকোয়ার্টার সিনিয়র লায়ন লিডার সুলতান মাহমুদ চৌধুরী, নিউ ভয়েস কো-অর্ডিনেটর সার্ভিস ও আরসি হেডকোয়ার্টার লায়ন মঞ্জুর কাদির, নিউ ভয়েস কো-অর্ডিনেটর মার্কেটিং ও আরসি হেড কোয়ার্টার লায়ন আতিকুর রহমান মিঠু, রিজিয়ন চেয়ারপারসন লায়ন দেবদুলাল দাস, রিজিয়ন চেয়ারপারসন লায়ন নূর-এ-আলম চৌধুরী, লায়ন্স ক্লাব অব বগুড়া তন্ময়-এর প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন ক্লাবস লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক-এর প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহজাহান আলী, লায়ন্স ক্লাব অব ঢাকা ইসমাইল এর প্রেসিডেন্ট লায়ন রাকিব হোসেন, লায়ন সুলতান মাসুদ রানা পাপ্পু, লায়ন আইআরএম সাজ্জাদ হোসেন, লায়ন মোহাম্মদ হামিদুল আলম, লায়ন মোঃ শাহান বারী, লায়ন লাখিন আহমেদ, লায়ন এজাজ আহমেদ, লায়ন নজরুল ইসলাম, লায়ন মোঃ মাহবুবুর রহমান, লায়ন মোঃ তাজিন আহমেদ, লায়ন মেহেদী হাসান, লায়ন মোঃ শহীদুল ইসলাম, লায়ন ফারুক আহমেদ, লায়ন আব্দুল বারী, লায়ন রবিউল আলম, গোলাম রায়হান শরীফ, লায়ন গোলাম রব্বানী জাকী ও স্কুলের ১২০জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত। অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়নবৃন্দ মানব সেবামূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ