ভাল পড়াশোনা ভবিষ্যতের সফলতার পথ সহজ করে দেয়- অধ্যক্ষ ঝুনু

প্রেস বিজ্ঞপ্তি-বুধবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ৩টায় অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, ভাল পড়াশোনা ভবিষ্যতের সফলতার পথ সহজ করে দেয়। পড়াশোনা ভাল করার পাশাপাশি বাহ্যিক কাজেও অংশ নিতে হবে। খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করতে হবে। পড়াশোনার মধ্যে দিয়ে মানবিক মানুষ হয়ে উঠতে হবে। মানবিক গুণাবলি অর্জনের পথগুলো তোমাদের শিক্ষকদের কাছ থেকে  সঠিক পথে ধাবিত হবে। শিক্ষকদের সম্মান করতে হবে, শিক্ষকদের দেখানো পথে চলতে। তাহলে তুমি সমাজে মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই সকলকে মানবিক বোধ সম্পন্ন মানুষ হওয়ার আহবান জানান।
প্রভাষক অপূর্ব কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা কমিটির আহবায়ক মুহ. মুনজুরুল হক। আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এএসএম সালাহউদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষকওয়ালিউল আলম, নাসিমা খাতুন, মানবিক শাখার ফরম শিক্ষক মাহমুদা আক্তার, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক নাজনীন আরা ও বিজ্ঞান  শাখার ফরম শিক্ষক উৎপল আকাশ।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং তিন বিভাগের ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

সর্বশেষ সংবাদ