এসএসসিতে রাজশাহী বোর্ডে বগুড়া শীর্ষে

স্টাফ রিপোর্টার:এসএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির পাশাপাশি পাশের হারেও শীর্ষস্থান দখল করেছে বগুড়া। এবার বগুড়া জেলায় পাশের হার ৮৮ দশমিক ৩৪ শতাংশ। এছাড়াও পাশের হারে ৮৮ দশমিক ০৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট এবং ৮৬ দশমিক ৭৮ শতাংশ নিয়ে তৃতীয় নওগাঁ।বগুড়া জেলায় মোট ৩০ হাজার ৯২২জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯০জন জিপিএ-৫ পেয়েছে। যা শতকরায় ৩১ দশমিক ১ শতাংশ।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম। তিনি জানান, রাজশাহী বোর্ডে গতবার পাশের হার ছিলো ৯৪ দশমিক ৭১ শতাংশ। কিন্তু এবার পাশের হার কমে হয়েছে ৮৫ দশমিক ৮৮ শতাংশ।এদিকে পরীক্ষার্থীর সংখ্যা অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান দখল করেছে বগুড়া জিলা স্কুল।২০২২ সালে এসএসসি পরীক্ষায় বগুড়া থেকে মোট ৩৫ হাজার ৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। ফলাফল অনুযায়ী মধ্যে পাশ করেছেন ৩০ হাজার ৯২২ জন কৃতকার্য হয়েছেন। পাশের হার ৮৮ দশমিক ৩৩ শতাংশ। মোট কৃতকার্যের মধ্যে ৯ হাজার ৫৯০জন জিপিএ-৫ পেয়েছেন। যা রাজশাহী বোর্ডের মধ্যে শীর্ষে। এছাড়া ৬ হাজার ৯৪০জন জিপি-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে সিরাজগঞ্জ এবং ৬ হাজার ৬৩০জন জিপিএ-৫ পেয়ে রাজশাহী ৩য় স্থান রয়েছে।বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ২৯৪ ছেলের মধ্যে পাশ করেছে ৮৭ দশমিক ৭৭ শতাংশ আর ১৬ হাজার ৭১০জন মেয়ের মধ্যে পাশ করেছে ৮৮ দশমিক ৯৫ শতাংশ।জেলায় সরকারি- বেসরকারি প্রথম সারির ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ এবং পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে প্রাচীনতম জিলা স্কুল শীর্ষ স্থান দখল করেছে। ওই প্রতিষ্ঠান থেকে এবার ২৫৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ দশমিক ৬১ শতাংশ অর্থাৎ ২৫৭জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এই প্রতিষ্ঠানে ২৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ দশমিক ৪৩ শতাংশ অর্থ্যাৎ ২৫২জন জিপিএ-৫ পেয়েছে।৩য় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৪১জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৩জন বা ৯৭ দশমিক ৬৫ শতাংশই জিপিএ-৫ পেয়েছে।এর পরের স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১জন বা ৯৭ দশমিক ১৭ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে অন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো: বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে ৩৫৭ জনের মধ্যে ৩৩৮জন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ ২৭৬জন পরীক্ষাথীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৭জন।শহরের অপর দুই শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং এসওএস হারম্যান মেইনর স্কুল ও কলেজ এবার শতভাগ পাশের রেকর্ড ছুঁতে পারেনি। এসওএস থেকে এবার ৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯জন। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৪৩৩জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩২জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪২২জন।

সর্বশেষ সংবাদ