যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ডভ্যান, পাঁচজন নিহত

যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে খাবার হোটেলে ঢুকে পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যশোরের দিক থেকে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাড়িয়ে থাকা হাবিবুর রহমান (৫৫) ও তার শিশুপুত্র তাউশিকে (৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ডুবে পড়ে। এসময় আরো তিনজনের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান ও তাওশির বাড়ি মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামে। নিহত বাকি তিনজন হলেন- টুনিয়াঘরা গ্রামে শামসুর রহমান (৫৫), তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার জানান, ঘটনার পর থেকে কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার সময় ৫ জন নিহত ছাড়াও আরো কয়েকজন আঘাত পেয়েছেন।

সর্বশেষ সংবাদ