শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ এখনো বাস্তবায়ন হয়নি : খন্দকার লুৎফর রহমান

প্রেস বিজ্ঞপ্তি-শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ এখনো বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

আজ ১৪ ডিসেম্বর (বুধবার) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

খন্দকার লুৎফর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক সাম্যের বাংলাদেশ। অথচ বাংলাদেশে আজ গণতন্ত্রের লেশ মাত্র নেই। জনগণের ভোট দেয়ার অধিকার নেই। সর্বত্রই সীমাহীন দুর্নীতি ও দলীয়করণ। মানুষের বাক স্বাধীনতা নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছেঁায়া। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ থেকে বাংলাদেশ আজ সম্পূর্ণ বিচ্যুত।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। স্বৈরাচারের বিদায়ে আরো একবার আমাদের একাত্তরের চেতনায় সংগ্রাম করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপা’র সভাপতি মোঃ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব জাগপা’র সভাপতি আমির হোসনে আমু, এম এ শাহিন, জেহাদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ