৪ এপিবিএন, বগুড়ায় মাসিক কল্যাণ সভা

১৯ ডিসেম্বর ২০২২ খ্রি. সোমবার ১০.৩০ ঘটিকায় ৪ এপিবিএন, বগুড়ার সুসজ্জিত ‘কল্যাণ শেড’ এ অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে বিগত সভার আবেদন-নিবেদনের প্রেক্ষিতে গৃহিত পদক্ষপসমূহের প্রতি আলোকপাত করা হয়। এরপর ট্রেডম্যান থেকে শুরু করে কনস্টেবল, নায়েক এভাবে
পর্যায়ক্রমে সকল অফিসার ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনার পর অধিনায়ক মহোদয় তৎক্ষনাৎ সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। গত কল্যাণ সভা থেকে এই কল্যাণ সভা পর্যন্ত ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ২৩ জনকে মোট ১১,২০০/- টাকা অর্থ পুরস্কার ও ০৯ জনকে জিএস মার্ক প্রদান করেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় কর্তৃক ২০২১ সালে এইচএসসি/এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জনকারী ৪ এপিবিএন, বগুড়ায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তান মেধাবৃত্তি ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী প্রদান করেন। অধিনায়ক মহোদয় তাঁর বক্তব্যে ইউনিটের সকল সদস্যকে দায়িত্বশীল আচরণ করতে বলেন ও নিয়ম- শৃংখলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মক্ষেত্রে ব্যাটালিয়ন পুলিশের চলমান সুনামকে অক্ষত রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহঃঅধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ
মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তোজাম্মেল হক, বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

সর্বশেষ সংবাদ