নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: জাতীয় সংসদ উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ছাড়াই নির্বাচনী প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় মশাল প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোট প্রার্থনায় ১৪ দলীয় জোট প্রার্থী নেই কেন? এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সামনেই আমাদের ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ফোন দিয়েছিলাম কিন্তু তিনি ফোন রিসিভ করেনি। এক সাথে ভোট প্রার্থনা করার কথা থাকলেও সোমবার রাত ৮টা পর্যন্ত তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। তাই আমরা প্রার্থীকে ছাড়াই আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের কাছে ভোট চেয়েছি। এ বিষয়ে ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।
বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রচারণায় প্রার্থীকে পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা
6 days ago
2 Views

You may also like
সর্বশেষ সংবাদ
শাজাহানপুরে সাবেক এমপি লালুকে ফুলেল শুভেচ্ছা
9 hours ago
তানোরে ৩৯টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১জন
9 hours ago
তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
9 hours ago