দিশেহারা এক কৃষক পরিবার শাজাহানপুরে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে শিম ও বরবরটির মাচা বিনষ্ট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে শিম ও বরবরটির মাচা নিবনষ্ট করার অভিযোগ উঠেছে। সংসার পরিচালনার একমাত্র অবলম্বন হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সোনাকানিয়া গ্রামের একদল উচ্ছৃংখল যুবকের সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে বিরোধ দেখা দেয় সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে যুবলীগ নেতা মতিউর রহমান বকুলের। বিরোধের একপর্যায়ে বকুলকে মারপিট করে প্রতিপক্ষ। মারপিটের ঘটনায় ফটিক, বজলু, ফজলুসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে বকুল বাদি হয়ে থানায় মামলা করেন। সম্প্রতি ওই মামলায় কয়েক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা নানা ভাবে বকুল ও তার পরিবারের সদস্যদের দাবান শাসান করে। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে বকুল দেখতে পান তার ২৬ শতক জমির শিম এবং ৭ শতক জমির বরবটির মাচার প্রতিটি গাছের গোড়া রাতের আঁধারে কে বা কারা কেটে এবং উপড়ে ফেলে বিনষ্ট করেছে। বকুলের স্ত্রী রেহানা বেগম জানিয়েছেন, তার স্বামী মতিউর রহমান বকুল একজন কৃষক এবং আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। এলাকায় দেন-দরবারে বকুলকে সবাই ডাকতো এবং তিনি সমাজের কলহ বিবাদ মিমাংসা করে দিতেন। গত নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি ওই এলাকায় একটা মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির দরবারে বকুলকে ডেকেছিল। কিন্তু বকুল সেখানে যান নাই। এ কারণে ওই এলাকার একদল উচ্ছৃংখল যুবক তার উপর ক্ষিপ্ত হয় এবং একের পর এক বকুলে ক্ষতি করছে। তিনি আরও বলেন, কৃষি ফসল চাষ করেই তাদের সংসার চলে। সংসার পরিচালনার একমাত্র অবলম্বন শিম ও বরবটির মাচা বিনষ্ট করায় পরিবারের ভরন-পোষণ নিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। শত্রুতা করে শিম ও বরবটির মাচা বিনষ্ট হওয়ার সংবাদ পেয়েছেন উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ