ময়মনসিংহে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৪

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূলহোতাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর এবং ঢাকার সাভার থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মূলহোতা কামাল হোসেন (৫২), তার ১৫ বছরবয়সী ছেলে, স্ত্রী মোসা. জাহানারা (৪০) এবং মেয়ে জামাই মো. নাঈম (১৯)। র‌্যাব- ১৪ ময়মনসিংহ কার্যালয়ের অধিনায়ক মহিবুল ইসলাম খান জানান, বুধবার বিকেলে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কামাল ড্রাইভার ও তার ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে রিফাত। মামলার পরপরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামে র‌্যাব। ঘটনার একদিন পরই বৃহস্পতিবার বিকালে গাজীপুর এবং ঢাকার সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই একই পরিবারে সদস্য।

র‌্যাব অধিনায়ক আরও জানান, দীর্ঘদিন ধরে আবুল খায়েরের সঙ্গে তার চাচাতো ভাই কামাল ড্রাইভারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের বিজ্ঞ আদালতে হাজির করার উদ্দেশ্যে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ