শাজাহানপুরে মসজিদের টাকা আত্মসাত করল জাতীয় পার্টির নেতা মুক্তার

সজিবুল আলম সজিব শাজাহানপুর (বগুড়া)থেকে: বগুড়ার শাজাহানপুরে এক মসজিদের নামে টিআর বরাদ্দের টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । বুধবার উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্ত করার দায়িত্ব দিয়েছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে ।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্যের ২০১৬-১৭ অর্থ বছরের বিশেষ বরাদ্দ থেকে গোহাইল ইউনিয়নের ওলেল পাড়া জামে মসজিদের এক টন টিআর বরাদ্দ দেওয়া হয়। উক্ত বরাদ্দের ১৯ হাজার ৯১০ টাকা ও ১ টি সোলার প্যানেল ভূয়া মসজিদ দেখিয়ে প্রকল্প অফিসের যোগসাজসে উত্তোলন করে আত্মসাত করেছে ওই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুক্তার হোসেন ও শাহাদত, শাহিন নামের ২ ব্যক্তি । এ ঘটনায় মসজিদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি নেতা অভিযুক্ত মুক্তার হোসেন জানান, অভিযোগকারী গোলাম রব্বানী একজন টাউট বাটপার শ্রেণীর লোক । তিনি আমার নামে অপপ্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা করছে। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন অভিযোগটি তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ।

 

সর্বশেষ সংবাদ