পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বগুড়ায় জেএসডির আলোচনা সভা

২রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন দিবস উৎযাপন উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথা দলীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি বগুড়া জেলা শাখা এ সভার আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, জেলার সাধারণ সম্পাদক আবু জাফর, আলতাফ হোসেন, মামুনূর রশিদ মামুন, এ এইচ এম তৌহিদুল ইসলাম, রেজাউল করিম রেজা, শহীদুল ইসলাম, রবিউল আউয়াল, মামুনূর রশিদ, শ্রী গৌতম কুমার, আবিদুর রহমান, সালেহীন সাজ্জাদ, শ্রী সঞ্জয়, প্রশান্ত কুমার, শংকর কুমার, জাহাঙ্গীর আলম, মামুনূর রশিদ, আব্দুল মান্নান, আব্দুল আলিম, আছির উদ্দীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ২রা মার্চ পাকিস্থানী শাষকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্থানী পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পকাতা উত্তোলন করেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তৎকালীন ডাকসুর ভিপি জাতীয় বীর আ স ম আব্দুর রব। প্রকৃত পক্ষে ২রা মার্চই স্বাধীনতার বীজ বপিত হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন, তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইসতেহার পাঠ ও ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন একই সূত্রে গাঁথা। যা সমগ্র বাঙালী জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিল।

সর্বশেষ সংবাদ