বগুড়ায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়  শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের সভাপতিত্বে র‌্যালী পরবর্তী বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম মো: আবু হেনা। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক আব্দুর রশিদ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড, লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন-অর-রশিদ, টিএমএসএস এর পক্ষে মহাতাব উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ফারাহ নাজ, বগুড়া এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার ইভান্স গমেজ সহ বগুড়া জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মকর্তাবৃন্দ। সভার সার্বিক পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায়।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মাঠে বগুড়া ফায়ার সার্ভিস ও শিক্ষার্থী ভলেন্টিয়াররা যৌথভাবে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

 

সর্বশেষ সংবাদ