আগামীর নেতৃত্ব দেয়ার জন্য আলোকিত মানুষ গড়ে তুলতে হবে- মাছুদুর রহমান মিলন

শুক্রবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে ড. নূর ওয়ার্ল্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন। প্রধান অতিথি বলেন, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আগামীর নেতৃত্ব দেয়ার জন্য আলোকিত মানুষ গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ভালোভাবে পড়াশুনা করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, ড. নূর তাঁর প্রতিষ্ঠানে অনুকরনীয় যে শিক্ষা পদ্ধতি চালু করেছেন তা প্রশংসার দাবি রাখে। এই প্রতিষ্ঠানটি নিয়মিত শিক্ষার পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আইনুল হক সোহেল। দ্বিতীয় পর্বে অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল গুলনাহার বেগমের সঞ্চালনায় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকবৃন্দ মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ড. নূর ওয়ার্ল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত অভিভাবক ও দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ