খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিঃসহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বলেন জিয়া পরিবারকে নিয়ে সরকার মিথ্যাচার আর নানা রকমের দেশী-বিদেশী ষড়যন্ত্র করে কুল-কিনারা না পেয়ে রাজনৈতিক ভাবে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার অপচেস্টায় লিপ্ত। গনতন্ত্রকে ব্যাহত করার জন্য সকল প্রকার নীলনক্সা প্রয়োগ করেও জনগনের সর্মথন আদায় করতে পারছেনা সরকার। আদালতকে প্রভাবিত করে খালেদার বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারেনা। বিরোধী দমননীতি অলিম্বে বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আবারো দূর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শোকরানা, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক সহিদ-উন-নবী সালাম, বিএনপি নেতা খায়রুল বাশার, রফিক, লুৎফর রহমান, সদর থানা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হারুনর রশিদ সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব হাসান লেমন। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, লিটন শেখ বাঘা, শহর যুবদলনেতা জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন সান্টু, শামীম, ছাত্র নেতা, শাওন, আবু হাসান, রিগ্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে, শহরের সাতমাথায় ধর্মশালার নামে সরকারী সম্পত্তি অবৈধ দখল মুক্ত হওয়ায়, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জেলা যুবদল সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাংগঠনিক খাদেমুল ইসলাম খাদেমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ