পাবনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

সেলিম মোর্শেদ মিয়া রানা পাবনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগরের মাসব্যাপী শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে সুজানগরের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে ব্যালুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক কামরুজ্জামান উজ্জল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমস্পাদক সোহেল হাসান শাহীন, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, আনিছুজ্জামান দোলন, আটঘড়িয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাহাদত হোসেন, সুজানগর পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন তোফা, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিরাজ,সাগরকান্দি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহীন চৌধরী, তাঁতিবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃর্ধা, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক হাসান পিযুস,আহম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, রাসেল ট্রেন্সফোর্টের সত্ত¡াধীকারী রাসেল হোসেনসহ জেলা উপজেলার নেতিৃবৃন্দ।
ফাইনাল খেলায় আইয়ুব খান স্মৃতি সংঘ পাবনা দোগাছি ১-০ গোলে চরপাড়া ফুটবল একাদশ সুজানগরকে হারিয়ে চ্যা¤িপয়ন হয়। পরে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
উল্লেখ্য গত ১৮ই ফেব্রুয়ারিতে ডে- নাইট ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা। এ খেলায় ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় ৩২ টি দল অংশ গ্রহন করে।

সর্বশেষ সংবাদ