শেখাহারে ডাঃ মুসা পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃকাহালুর শেখাহারে ডাঃ মুসা পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে শেখাহার উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাগারের সভাপতি সিরাজুল হক মন্টুর সভাপতিত্বে ও সদস্য সোহান আহম্মেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, শেখাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক ছিদ্দিকুল আলম মামুন, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সাবেক ব্যাংকার আজিজুল হক, আলোর দর্পন সংস্থার নির্বাহী পরিচালক শামীম আহম্মেদ, পাঠাগারের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মইফুল ইসলাম, মন্টু স্পোটিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল প্রমুখ। পরে পাঠাগারের পক্ষ হতে শিক্ষানুরাগী হিসাবে কেএম মোক্তাদীর স্বপনকে বেগম রোকেয়া স্মৃতি স্বর্ণপদক, কবিতা সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি আব্দুস ছাত্তারকে জসীম উদ্দীন স্মৃতি স্বর্ণপদক ও লেখক সিকতা কাজলকে রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদকে ভূষিত করা হয়। এর আগে মন্টু স্পোটিং ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশিত হয়।

সর্বশেষ সংবাদ