দুপচাঁচিয়ার জিয়ানগর ও গুনাহারে কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার উদ্যোগে জিয়ানগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জিয়ানগর বাজারে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়ানগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ্যাড.মতিউর রহমানের সভাপতিত্বে থানার এস,আই আব্দুস সালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ আলমগীর রহমান, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, তথ্য ও গবেষনা বিষয়ক উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা সাংবাদিক এম, সরওয়ার খান, মুক্তিযোদ্ধা শামস্ উদ্দিন, সাবেক ইউ,পি চেয়ারম্যান জিয়ানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, জিয়ানগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক কায়ছার আলী, ইউ,পি সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, আত্মহননকারী রোজিফা আক্তার সাথীর পিতা রবিউল ইসলাম রব্বানী, সাবেক ইউ,পি সদস্য আয়েন উদ্দিন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন প্রমুখ। সভায় বক্তাগন ৮অক্টোবর রোববার দুপুরে বখাটে ইয়ামিনের নির্যাতনে মেধাবী ছাত্রী রোজিফা আক্তার সাথীর আত্মহননের ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এবং ওই দিন রাতেই পুলিশের ছিনতাইকৃত ওয়াকিটকি উদ্ধারের ব্যাপারে রাজনৈতিক ভেদাভেদ ভূলে গিয়ে পুলিশকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে আন্তরিক হওয়া সহ অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। অপরদিকে গতকাল শনিবার বিকালে দুপচাঁচিয়া থানার উদ্যোগে ও গুনাহার ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে আইন শৃঙ্খলা ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গুনাহার ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বগুড়া জেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব শাহ মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও থানার এসআই আব্দুস সালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা সাংবাদিক এম, সরওয়ার খান, সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল¬াহ প্রিন্স, থানার এসআই সিপিও নাসির উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, ইউপি সদস্য সরোয়ার হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের ওয়ার্ড সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী লিখন, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ মো. আব্দুল করিম প্রমুখ। বক্তাগণ এলাকার সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। এছাড়াও গত ৮অক্টোবর রোববার পুলিশের ওয়াকিটকি উদ্ধারে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল বাছেদ ১০হাজার টাকা পুরস্কার ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ