শাজাহানপুরে কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে মহাসড়কে হাজার হাজার কৃষক জনতা

সজিবুল আলম সজিব শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরের বীরগ্রামে আবাসিক এলাকায় কৃষি জমিতে তেল চালিত বিদ্যুৎ পাওয়ার প্লাণ্ট স্থাপন বন্ধের দাবিতে রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম স্ট্যান্ডে দাঁড়িয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকার কয়েক হাজার কৃষক জনতা। এছাড়া এ স্থাপনা বন্ধের দাবিতে গত বুধবার পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা প্রশাসক এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন তারা ।
জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রামের বাসিন্দারা কৃষির উপর নির্ভরশীল। জমিতে ফসল ফলানোই তাদের একমাত্র পেশা। ফসল ফলিয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসারের ভরন-পোষণ পরিচালনার পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়া শিখাচ্ছেন। তারা ওই এলাকায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি ওই এলাকায় কৃষি জমিতে পাওয়ার প্লাণ্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে ‘কনফিডেন্স পাওয়ার’ একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্লাণ্টটি স্থাপিত হলে একদিকে কৃষি জমি নষ্ট হবে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপিত এই প্লাণ্টের শব্দে পরিবেশ দূষিত হবে।
বীরগ্রাম পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি কর্তৃক আয়োজিত মানব বন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বীরগ্রাম ও চন্ডীবর গ্রামের মাঝামাঝি স্থানে ১১৩ মেগাওয়াটের ২টি বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ প্লান্ট টি তেল চালিত হওয়ায় এর বিকট শব্দে পরিবেশ দূষণ ঘটবে। এছাড়া বিদ্যুৎ প্লান্টে বিষাক্ত কার্বন এবং তেজষ্ক্রিয় গ্যাস নির্গত হলে গর্ভবতী নারী, শিশু সহ স্থানীয়রা নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। শুধু তাই নয়, কৃষি জমিতে প্লন্ট স্থাপনের ফলে কালো ধোঁয়ায় আশপাশের জমির ফসল, মুরগির খামার, ফল-মূলের গাছ এবং বাজার এলাকায় অবস্থিত দোকান-পাটের ব্যবসায়ীরা পরিবেশ দূষণের শিকার হবেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন বীরগ্রাম পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল মান্নান, কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বিপ্লব হোসেন বিপুল, প্রভাষক সোহরাব হোসেন সান্নু, বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, ইউপি সদস্য আব্দুস সালাম, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রঞ্জু, কৃষক আলহাজ্ব মোসার আলী, বাচ্চু মিয়া, তারা মিয়া, সোহান, জিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ