১০ দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়া জেলা বিএনপির অবস্থান

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান নাকি স্বাধীনতা ঘোষণা করেনি, যুদ্ধও করেনি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে যাচ্ছেন।’ তিনি বলেন, ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই সময় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিশেহারা জাতি দিগবেদিক ছুটছিল। পরদিন ২৬ মার্চ রাতে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিশেহারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই হচ্ছে মূল ইতিহাস।’ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি করে কুষ্টিয়া জেলা বিএনপি। কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ‘এ সরকার দেশের জনগণের টাকা লুটপাট করেছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না। দেশ থেকে টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে চলছে একদলীয় রাষ্ট্রীয় শাসন। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতেই হয়েছি। অবৈধ এ সরকারের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে আছে। দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে। মাছ, মাংস, শাকসবজির দাম বেড়েছে। চাল-তেলের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষ ধুঁকছে। তার মধ্যে আবার প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। আমরা ভাত, মাছ, মাংস খেয়ে-পরে বাঁচার স্বাধীনতা চাই। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, এ সমাবেশ থেকে নিন্দা জানাই।’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাঁটা। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের এ কালাকানুন বাতিল করতে হবে। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করুন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামীম-উল-হাসান অপু, আব্দুল মঈদ বাবুল, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী, কুষ্টিয়া জেলা যুবদলের সাধারন সম্পাদক কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল রহমান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম রুপল, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগির কৌরাইশি, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজাক্কির হোসেন রাব্বি, সদস্য সচিব খন্দকার নিশাদ, সহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ