প্রেস বিজ্ঞপ্তি-যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে গত মঙ্গলবার রাতে সারা দেশের ন্যায় হক্বের দা’ওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ বরোপুর, বগুড়ায় পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাসের ২৭ দিবাগত রাতেই প্রথম মহাগ্রন্থ পবিত্র আল—কোরআন অবতীর্ণ হয়েছিল। প্রতি বছরের ন্যায় এই রাত্রীতে বগুড়ায় সুন্নতী জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকীর তত্ত্বাবধানে বাদ মাগরীব থেকে ফজর পর্যন্ত পবিত্র কোরআন হতে তিলাওয়াত, হামদ্—নাত, জিকির ফিকির, নামাজ ও মিলাদ—ক্বিয়ামসহ রাত্রি জাগরণ করা হয়। মহামান্বিত রজনী ‘লাইলাতুল কদর’এ ইবাদত—বন্দেগীর ফজিলত ও মর্যাদা নিয়ে আলোচনা করেন পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী। হাজারো মুসল্লির অংশগ্রহণে রাত্রী জাগরণের পর পরবতীর্ দিনে রোজা রাখা উপলক্ষে সকলকে সেহরীর খাওয়ানো হয়। পরিশেষে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনাসহ দেশ—জাতি ইসলামের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করা হয়।
বগুড়ায় সুন্নতী জামে মসজিদে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর পালিত
5 months ago
11 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত
24 hours ago
১ম বিভাগ ক্রিকেট লীগে কৈগাড়ী ক্রিকেট ক্লাব জয়ী
24 hours ago
বগুড়ায় ২য় বিভাগ ফুটবল লীগে খেলায় ১-১ গোলে ড্র
24 hours ago