বগুড়ায় খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সভা ও র‌্যালী অনুষ্ঠিত

“সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস ২০১৭ উপলক্ষে সোমবার সকালে শহীদ খোকন পাকে খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা কমিটির আয়োজনে খাদ্য অধিকার প্রচারাভিযান আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ আরা মিভা। তিনি বলেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই কৃষির উপর নির্ভর করে এদেশের খেটে খাওয়া মানুুষদের বেচেঁ থাকতে হয়। বিধায় বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই আমরা বলতে চাই আমাদের দেশের জনগন যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পুষ্টি ও গুনগত খাদ্য খেয়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারে। এজন্য সরকারের প্রতি তারা অনুরোধ জানায়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি হেফাজত আরা মিরা, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সঞ্জু রায়, বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য জাহাঙ্গীর হোসেন, বাবুল আক্তার রিপন, হারুনার রশিদ, জেলা কমিটির সদস্য কানিজ রেজা, আবু হাসানাত খসরু প্রমুখ।। র‌্যালি ও আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবার জেলা কমিটির নেতৃবৃন্দরা স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রসাশকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম তা গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ