সাপাহারে রিড প্রকল্পের স্কুল পরিদর্শন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আমিরিকা সাহায্য সংস্থা সেভ দি চিলড্রেন রিড প্রকল্পের স্কুল পরিদর্শন করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ফুরকুটি ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নের লক্ষে প্রাক প্রাথমিক শিশু থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বাংলা বিষয়ে শুদ্ধ উচ্চারণে শিখন পরিবেশের মাধ্যমে পাঠদানের কৌশল ও বর্ণ চেনার জন্য ছড়া ও গল্প দিয়ে সাজানো বই দিয়ে পাঠ দানের ব্যবস্থা করা হয়েছে।
এসময় স্কুল পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফাহাদ পারভেজ বসুনিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো: সহিদুল আলম, উপজেলা রিড সমন্বয়কারী অফিসার এলিজাবেত মাড়ান্ডি, সিনিয়র টেকনিক্যাল অফিসার রিডিং আলমগীর হোসেন, মনিটরিং অফিসার আফিফ-উল মিনহাজ্ব, টেকনিক্যাল অফিসার মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: ইসমে তারা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ