আইনশৃঙ্খলা বিষয়ক দুপচাঁচিয়ার সাহারপুকুরে আলোচনা সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃদুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া, মাদক, সন্ত্রাসবাদ ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা সাহারপুকুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা আ’লীগের সহসভাপতি নারায়ন চন্দ্র লালুর সভাপতিত্বে ও এসআই আব্দুস সালাম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আলমগীর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহসভাপতি সাইফুল ইসলাম, আবু জাহেদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা শ্রমিক সেক্টর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পলাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এএফএম আফতাব উদ্দিন, সাহারপুকুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোত্তালেব হোসেন, আ’লীগ নেতা আলহাজ্ব নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, থানার এসআই সিপিও নাছির উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা এম, সরওয়ার খান, এনজিও গুডের নির্বাহী পরিচালক হাফিজার রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ওই সভায় বক্তারা সামাজিক আন্দোলন গড়ে তোলে সমাজ থেকে অপরাধ নির্মুল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 

সর্বশেষ সংবাদ