২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা আটক

কক্সবাজার শহরে ২০ হাজার ইয়াবাসহ এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলীর একটি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ও তার স্ত্রী মলি পাশা। রেজাউল করিম ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে বিগত সাত মাস ধরে কর্মরত আছেন। তার বাড়ি সিরাজগঞ্জের রাজাপুর ইউনিয়নের সমেশপুরে। টেকনাফ ডিএনসি জানায়, গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলীর গ্রীনলাইন পরিবহণের কাউন্টারে অভিযান চালিয়ে এসআই রেজাউল করিম ও তার স্ত্রী মলি পাশাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ও পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। ডিএনসির টেকনাফ আঞ্চলিক জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, গ্রীনলাইন পরিবহণে করে ইয়াবার একটি চালান যাবে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের স্ত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ