পিরোজপুরে বিএনপির পদযাত্রার শেষ মুহূর্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৭ সদস্য এবং সময় টিভির ক্যামেরাপারসন হাসান সহ বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কে ফায়ার সার্ভিসের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত নেতাকর্মীর সংখ্যা নিশ্চিত করে জেলা বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১১ টায় আমরা পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা নিয়ে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দিকে রওনা দেই। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছানোর পর পুলিশ আমাদের বাধা দেয়। আমরা সেখানেই পথসভা শুরু করি কিন্তু পুলিশ আমাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং হামলা করে।’ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, ‘বিএনপির নেতাকর্মীদের স্টেডিয়াম থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত পদযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছিল। তারা ফায়ার সার্ভিস অতিক্রম করে সরকারি অফিস আদালতের দিকে প্রবেশ করতে চাইলে, পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩৩
5 months ago
9 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago