বগুড়ায় স্বামী পরিত্যক্তা মর্জিনা হত্যাকান্ডঃ মায়ের পর ভাই-ভাবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:বগুড়ায় স্বামী পরিত্যক্তা মর্জিনা হত্যার ঘটনায় তার ভাই এবং ভাবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বী মিয়া এবং তার স্ত্রী নূপুর খাতুন। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।এর আগে, গত ২২ জুলাই ধুনট উপজেলার চান্দারপাড়া এলাকা হত্যার ২৩ দিন মায়ের ঘরের মেঝে থেকে পুঁতে রাখা মর্জিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মর্জিনার মা রওশন আরাকে গ্রেপ্তার করে পুলিশ।র‌্যাবের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ২২ জুলাই ধুনটের চাঁন্দারপাড়া গ্রামের রওশন আরার বসতঘর হতে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন বিষয়টি থানাকে অবহিত করে। থানা পুলিশ ওই বাড়ির বসতঘরের মেঝে খুড়ে মর্জিনার মৃতদেহটি মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে। থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় ভিকটিম মর্জিনার মা রওশন আরা, ভিকটিমের ছেলে মো. রাব্বী, ছেলের বউ মোছাঃ). নুপুর’কে মোবাইল ফোনে সংবাদ দিলে তারা ঢাকা থেকে নিজ বাড়িতে আসেননি। পরবর্তীতে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। এই বিষয়ে ধুনট পৌরসভার মেয়র এ.জি.এম বাদশা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।এ হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে গত শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় রাব্বী ও নূপুরকে।র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, ”প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হবে।”

সর্বশেষ সংবাদ