রংপুরে ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু

স্টাফ রিপোর্টার-বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরে ৩দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ শুরু হয়েছে। মেট্রোপলিটন কৃষি অফিসের আয়োজনে, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সহযোগিতায়, নগরীর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে এ মেলা শুরু হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ৩দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, রাডারডিপির সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবীর ও রংপুর মহানগর আওয়ামীলীগের যূগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। মেলায় সর্বমোট ২০টি স্টল স্থান পায়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে বিকেল ৩টায় খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে একটি সচেতনতা ও কৃষি মেলার প্রচার র‌্যালী বের করা হয়।

সর্বশেষ সংবাদ