পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে পৌরশহরের পলাশবাড়ী এএএসবিপি দ্বি-মুখী মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক সহিদুল্যা হেল কবির ফারুক, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, পৌর প্যানেল মেয়র আব্দুস সোবহান মন্ডল, উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক আ’লীগ নেতা গোলাম মোস্তফা, তাঁতীলীগ সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব ও পৌর তাঁতীলীগ সদস্য সচিব পলাশ মিয়া প্রমুখ। এসময় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাতসহ শেষে দেশের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ