অংশীজনদেরকে নিয়ে বগুড়া জেলা তথ্য অফিসে আলোচনা সভা

বগুড়া: জেলা তথ্য অফিস বগুড়া জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের অংশীজনদেরকে নিয়ে বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসে আলোচনা সভার আয়োজন করে। গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শুদ্ধাচার কর্ম -কৌশল কল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহাফুজার রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক বগুড়া কাজী সাইফুদ্দিন,  জেলা খাদ্য নিরাপত্তা অফিসার মোঃ রাসেল,  এশিয়ান এজের বগুড়া জেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক ইংরেজি মোঃ মামুন-উর-রশিদ,  টিআইবির আঞ্চলিক সমন্বয়ক মঞ্জুর হোসেন, এনজিও ব্রাকের প্রতিনিধি বাবলি সুরাইয়া,  এনজিও প্রেরণার পরিচালক  শিরিন সুলতানা,  গাক এনজিও গা এর শাখা ব্যবস্থাপক আলমাস হোসেন, এনজিও প্রতিনিধি নজরুল ইসলাম,  সহকারি তথ্য অফিসার তানিয়া তাজনিন মেমি, জুলফিকার মোঃ আব্দুর রউফ ও দৈনিক রূপালী দেশের জেলা প্রতিনিধি ফিরোজুল হক ডাবলু সহ আরো অনেকে।উপস্থিত অংশীজনগণ জেলা অফিস বগুড়ার কার্যক্রমণের প্রশংসা করেন এবং কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করে।পরিশেষে সিনিয়র জেলা তথ্য অফিসার মুহাঃ মাহফুজুর রহমান উপস্থিত সকল অংশীজনকে ধন্যবাদ প্রদান করেন এবং পারস্পারিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সর্বশেষ সংবাদ