শিবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার পদ্মা রাণী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। খেলা পরিচালনা করেন, শরীরচর্চা শিক্ষক প্রাণ গোপাল বিপ্লব, খোরশেদ আলম, আবুল কাশেম।  বালকদের ফুটবল খেলা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ২-৩ গোলে কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ের গৌরব অর্জন করে।  বালিকাদের ফুটবল খেলায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ১ গোলে পরিজাতি করে দেউলী বেগম জহুরা বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ের গৌরব অর্জন করে।

সর্বশেষ সংবাদ