লিবিয়ার পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী প্রেরণ

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তান্ডবের লিবিয়ার পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করেছেন।প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত ১৫ ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে এয়ারক্যাপ বিমান ত্রাণ সামগ্রী নিয়ে বেনগাজী বেনিনা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।এ সময় লিবিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার বাংলাদেশ এম্বাসির কর্মকর্তা বৃন্দ ও লিবিয়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ কমিউনিটি ইন লিবিয়া নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানায়।এসময় লিবিয়ায় কর্মরত সেবিকা বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বগুড়ার মেয়ে শামিমা আক্তার খুশি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ