বিএনপির শীর্ষ দুই নেতা আটক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায়, আটকের সময় তার কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। পুলিশ সূত্র বলছে, দুলুকে ডিবি পুলিশ আটকের সময় আহত পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ডিএমপির উধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যকে দেখতে সেখানে যান। অন্যদিকে একই দিন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক আটক করেছে কাফরুল থানা পুলিশ। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন দুলু সকল মামলা থেকে জামিনে আছেন।

সর্বশেষ সংবাদ