তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে হোটেল নির্মাণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শিবনদী বাঁধের জায়গা দখল করে প্রভাবশালীর বিরুদ্ধে অবৈধ হোটেল ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। যেখানে ব্রীজ ও রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ হয়নি, সেখানে দিনে দুপুরে সরকারি রাস্তার জায়গা দখল করে হোটেল ঘর নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, শিবনদী ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য সরকারি ভাবে মানুষের জায়গা একোয়ার করা হয়। কিন্তু সেই জায়গা জোরপূর্বক দখল করে গুবির পাড়া গ্রামের প্রভাবশালী হোটেল ব্যবসায়ী আলম সরদার বাঁশ কাঠ দিয়ে বিশাল জায়গা ঘিরে হোটেল নির্মাণ করছেন। এতে করে তার দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা দখল করে ঘর তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে সরেজমিনে শিবনদী ব্রীজে গিয়ে দেখা যায়, এমন প্রকার্শে দিনে দুপুরে সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের কাজ করা। সেখানে উপস্থিত সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণকারী আলম সরদারের সাথে কথা বলা হলে তিনি ব্যাপক দম্ভোক্তি দেখিয়ে বলেন,এটা সরকারি জায়গা,আমি সরকারি লোকের কাছে থেকে লিজ নিয়েছি। কোন সমস্যা হলে সরকারি লোক বুঝবে। এখানে সাংবাদিকরা কেন আসবে। আর কেনো সাংবাদিকরা আমার হোটেল ঘরের ছবি তুলবে। যদি সাংবাদিকরা নিউজ করে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলেও সাংবাদিকদের হুশিয়ারি দেন আলম সরদার। এবিষয়ে জানতে তানোর এসিল্যান্ড(ভূমি) অফিসের সার্ভেয়ার আমানত আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তার জায়গা লিজ দেয়ার কোন সুযোগ নেই। দ্রুত জায়গা দখলকারী আলম সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ