প্রশিকা রংপুর সদর উন্নয়ন এলাকায় শীতার্ত দুস্থ  মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার-প্রশিকা রংপুর সদর উন্নয়ন এলাকা থেকে  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশেরে অন্যতম বৃহৎ  বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রশিকার  প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দূর্যোগ ব্যবস্থাপনা,  ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায়  রবিবার  বিকালে মাহিগঞ্জ ডিমলা এলাকায় শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেন বাবলু ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সালেহ আহম্মেদ মোল্লা, রংপুর সিটি করপোরেশনের ৫ নং কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান ( তরু),২৯ নং ওয়ার্ডের মোঃ হারুন-অর- রশিদ (হারুন) এবং প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশিকার বিভিন্ন সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটিতে  সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র পরিচালক, শেখ সাহিদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মোঃ রিজুওয়ানুস শামীম রাজীব। সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সদর উন্নয়ন এলাকার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সর্বশেষ সংবাদ