গোদাগাড়ীতে অন্য বছরের তুলনায় জেএসসি পরীক্ষার্থী বেশী থাকছে অতিরুক্ত কেন্দ্র

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ ১ নভেম্বর থেকে সারা দেশে জেএসসি,জেডিসি,ও এস এস সি ভকেশনাল শাখার নবম শ্রেনী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সব পরীক্ষায় এবারে সব মিলিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৬ হাজার ৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে। গত বছর গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজে মূল কেন্দ্র থাকলেও আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেন্যু থাকে। কিন্তু এবার বেশী পরীক্ষার্থী হওয়ায় পরীক্ষা কেন্দ্র হিসাবে অতিরুক্ত ভেন্যু বেছে নিয়েছে মহিষাল বাড়ী আল ইসলামী একাডেমীকে। এসব পরীক্ষা পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেসসি পরীক্ষার্থী ৪ হাজার ৯৫৫ জন, জেডিসি (মাদ্রাসা) পরীক্ষার্থী ৮৭৪ জন এবং ভকেশনাল শাখার ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য উপজেলা প্রসাশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সকল প্রস্তুুতি সম্পূর্ণ করেছে । এসব পরীক্ষা পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেসসি পরীক্ষার্থী ৪ হাজার ৯৫৫ জন, জেডিসি (মাদ্রাসা) পরীক্ষার্থী ৮৭৪ জন এবং এস এস সি ভকেশনাল শাখার ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। কেন্দ্র হিসেবে গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজে , আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,আল ইসলাহ ইসলামী একাডেমী,প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয় ও কাকনহাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের এবং শাহ সুলতান কামিল মাদ্রাসা ও কাকনহাট ফাজিল মাদ্রাসায় জেডিসি শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন এবার উপজেলায় অনুষ্ঠিত সকল পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করার জন্য সকল পরিক্রিয়া করা হয়েছে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় মনিটরিং থাকবে।

সর্বশেষ সংবাদ