মান্দায় মোবাইল কোর্ট ২ জনের জেল

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার বড়পই ও চক শ্যামরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে জেল দেয়া হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।
মোবাইল কোর্ট সূত্র জানায়, গোপন খবর পেয়ে কুশুম্বা ইউনিয়নের বড়পই ও চক শ্যামরা এলাকায় উপস্থিত হয়ে মাদক সেবনরত অবস্থায় সরিফুল ইসলাম (২৮) নামে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জোসনা বেগম (৪৩) নামে আরো এক নারীকে মাদক সংরক্ষণের দায়ে আটক করা হয়।
পরে সরিফুলকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ও জোসনা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু জানান, জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ