কুড়িগ্রামের রামখানা ইউপি সচিব কে লাঞ্ছিতর ঘটনায় থানায় অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের ইউপি সচিব মো: রফিকুল ইসলামকে চেয়ারম্যানের লোক দিয়ে লাঞ্চিত হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে জন্য গেছে। গত ২৮; জানুয়ারি/২০২৪ ইউপি সচিবের অসুস্থ থাকায় তিনি ছুটিতে ছিলেন। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সচিব রফিকুলের নিকট ইউনিয়ন পরিষদের গচ্ছিত অর্থ থেকে অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মোঃ দুলু মিয়া পিতা:মৃত্য মুসলিম উদ্দিন কে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ প্রদান করেন। সচিব রফিকুলের ছেলে অসুস্থতার কারনে দুলু মিয়ার সাথে যোগাযোগ করে টাকা প্রদান করতে পারেননি। কিন্তু ৩১ জানুয়ারি/২০২৪ ইং সচিব ইউনিয়ন পরিষদে তার কার্মর্স্থলে গেলে সচিবের রুম দুলু মিয়া,সেলিম মিয়াসহ অজ্ঞাত তিন চার জন ঘেরাও করে।সচিব নিজের জীবন বাঁচার তাগিদে পাশ্ববর্তী মফিজুলের হোটেলে আশ্রয় নেন।কিন্তু এই আশ্রয়ে তাঁর শেষ ঠাঁই হয়নি।ইউপি সচিবকে দুলু মিয়ার লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ, কিল, ঘুসি এলোপাথারি মারপিট করে। উক্তস্থানে সাদ্দাম, ফজলু,কালাম হাসেন আলী ইউপি সচিব রফিকুল কে রক্ষা করে। এসময় সচিবের কাছে থাকা ইউনিয়ন পরিষদের ট্যাক্সের রশিদ ও বিভিন্ন ফান্ডের দুই লক্ষ টাকা কে বা কাহারা নিয়ে যান তিনি জানেন না। এবিষয়ে ঘটনার দিনে সন্ধ্যা বেলায় নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তি দুলু মিয়ার সাথে কথা হলে তিনি গালিগালাজ এর বিষয় স্বীকার করেন কিন্তু ২ লক্ষ টাকা হারিয়ে যাওয়ার ঘটনা টি মিথ্যা বলে দাবী করেন। এ বিষয়ে নাগেশ্বরী থানার ইনচার্জ রুপ কুমার সরকারের সাথে কথা হলে জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ