গোদাগাড়ীতে ধইনা পাতা চাষে লাভবান কৃষক

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাণিজ্যিক ভাবে উৎপাদন হচ্ছে ধইনা পাতা। পুষ্টি ও গুণে ভরা এই পাতা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলে কলাই রুটির সাথে খাওয়ার প্রচলন আছে প্রচুর। এবং অন্যান্য অঞ্চলে বিভিন্ন সবজির সাথে এই পাতা খাওয়ার ধুম পড়ে যায় এই শীতে। বর্তমান বাজারে ২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে সব এলাকায়। এই জন্য এর চাহিদা থাকে প্রচুর। এই পাতা চাষে লাভবান হয়েছে গোদাগাড়ীর অনেক কৃষক। ভাল ফলন ও লাভ বেশি হওয়ায় চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরা। এই উপজেলার বরেন্দ্র অঞ্চলের চেয়ে পদ্মার ধারে পলি মাটিতে এর চাষ হয়ে বেশি। তাই এই উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের মানিকচক, বয়ারমারি এলাকায় এর চাষাবাদ হয়েছে অনেক গুণ। ঔ এলাকার রাসেদ নামের এক কৃষক জানান, আমি ৫ বিঘা ধইনা পাতা চাষাবাদ করি। প্রতি বিঘায় ৮ থেকে ১০ মন ধইনা পাতা উৎপাদন হয়। আমাদের এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমিতে এই পাতা চাষাবাদ হয়েছে। বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে বাজারে উঠে আসে এই পাতা। তিনি আরও বলেন, প্রতি মনে এই পাতা বিক্রি হয় ৫ হাজার টাকা দরে। তাতে আমরা লাভবান হচ্ছি। আমাদের মত কৃষকের কাছ থেকে এই দরে ক্রয় করছে বড় বড় আড়ৎ ব্যবসায়ীরা। এবং উচ্চ মূলে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা ও কুমিল্লার দিকে পাঠিয়ে দিচ্ছে। কিছু দিন আগে অতি বৃষ্টির কারণে এই পাতার কিছু ক্ষতি হয়েছে। এতে কিছু কৃষক সাময়িক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিকুর রহমান বলেন, গত বছরের তুলনায় এই বার এই পাতার আবাদ বেড়েছে। সঠিক পরিচর্যা করলে এবং অতিবৃষ্টিতে এর ক্ষতি না হলে ফলন আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি সাধারণ কৃষকেরা যদি আমাদের কৃষি অফিসে যোগাযোগ করে সঠিক পদ্ধতি ও নিয়ম অনুযায়ী চাষাবাদ করে তবে আর্থিক ভাবে আরও লাভবান হবে কৃষক। বরেন্দ্র অঞ্চলের চেয়ে চর অঞ্চলে এর চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। শীত কালিন সবজি হিসেবে এর চাহিদা ব্যাপক।

সর্বশেষ সংবাদ