স্যামসাংয়ের বিনামূল্যের সোলার চাজিং স্টেশন

ঢাকা: চলতি পথে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলে বেকায়দায় পড়তে হয়। ভারতের পথচলতি পথিকদের স্মার্টফোনের চার্জ দেয়ার জন্য সোলার চার্জিং স্টেশন তৈরি করলো বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি দাবি করছে এটাই পৃথিবীর প্রথম স্মার্টফোনের সোলার চার্জিং পয়েন্ট।
স্যামসাং জানিয়েছে, ভারতের ব্যাঙ্গালুরের বেশ কয়েকটি স্থানে স্যামসাংয়ের পক্ষ থেকে স্মার্টফোনের জন্য সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। চার্জিং স্টেশনের নাম দেয়া হয়েছে স্যামসাং স্মার্ট ক্যাফে।
এই চার্জিং স্টেশন বিনামূল্যে স্মার্টফোনে চার্জ দেয়া যাবে। সোলার পাওয়ার চার্জিং স্টেশন ৩০০ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে। এখান থেকে এক সঙ্গে ২০ টি ফোনে চার্জ দেয়া যাবে।

সর্বশেষ সংবাদ