পেট্রোলবোমায় মানুষ হত্যা খালেদাসহ ৩৮ জনের অভিযোগপত্র বিষয়ে আদেশ ২ নভেম্বর

বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে আদেশ ২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার দুপুরে, ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। গত ২৩ জানুয়ারি বিএনপি’র অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে খালেদা জিয়াসহ বিএনপি’র নেতাদের হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করে পুলিশ।

পরে, ১৯ মে আদালত মামলা ২টি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায়, ৭জন আসামি কারাগারে রয়েছে।

সর্বশেষ সংবাদ