বিশ্বের প্রথম ব্ল্যাকবেরি চৌকো স্মার্টফোন

ব্ল্যাক-বেরির পাসপোর্ট সিরিজের আবারও একটি স্মার্ট ফোন আসছে। এবার এটি সিলভার এডিশনের ফোন। পাসপোর্ট ফোনের আপগ্রেড ভার্সন এটি। বিশ্বের প্রথম চৌকো ফোন এটি। ব্ল্যাক-বেরি পাসপোর্ট সিরিজের প্রথম ফোনটি আসে ২০১৪ সালে। চৌকো ফোন হিসেবে বেশ জনপ্রিয়তা পায় পাসপোর্ট।

পাসপোর্টের সিলভার এডিশনের ফোনটির চৌকো ডিসপ্লের আয়তন সাড়ে ৪ ইঞ্চি। এতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটি ব্ল্যাক-বেবির সর্বশেষ অপারেটিং সিস্টেম চালিত।

ব্ল্যাক-বেরির গ্লোবাল হেড অব ডিজাইন স্কাউট ওয়েনজার দাবি করেন, নতুন ফোন যোগাযোগের ক্ষেত্রে অনন্য। এটির ফিচারও অনবদ্য। ফোনটির ইনস্ট্রিয়াল ডিজাইন যে কাউকে মুগ্ধ করবে।

ফোনটির কাঠামো এবং কেসিং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। ফিজিক্যাল কি-বোর্ড ও টাচ স্ক্রিন।

শিগগিরই সারা বিশ্বে এটি ছাড়া হবে। দক্ষিণ আমেরিকায় ফোনটির মূল্য ৫৪৯ ডলার। বাংলাদেশি টাকায় এটির মূল্য ৪২ হাজার ৭৪০ টাকা।

সর্বশেষ সংবাদ