শিশু রাজন হত্যা পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সিলেটের আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক তিন আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুল করিম এ আদেশ দেন।

এর আগে, পলাতক তিন আসামির বাড়ির মালামাল ক্রোকের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া, পুলিশের দাখিলকৃত চার্জশীটের ওপর শুনানি দিন আগামী সাত সেপ্টেম্বর ধার্য করেন বিচারক।

গত ১৬ আগস্ট কামরুল ইসলাম, তার ভাই শামীম আলম ও পাভেল ইসলাম জাকিরকে পলাতক দেখিয়ে ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে গোয়েন্দা পুলিশ। এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট পলাতক তিনজনের মালামাল কোক্রের নির্দেশ দেন আদালত।

গত আট জুলাই শহরের কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে।

প্রসঙ্গত, ৮ জুলাই সকালে সিলেট নগরীর কুমারগাঁও এলাকায় পৈশাচিক নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুর রহমান আলমের ছেলে। এ ঘটনার পর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘাতকদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠে দেশবাসী।

সর্বশেষ সংবাদ