…. মা….. ——— বর্ষা——

জীবনের এতটা পথ এগোলাম মাগো
তুমিহীনা..
আজো যে বড় কষ্ট হয় তুমি বীণা…।
যেদিন থেকে হলো মা তোমার- আমার শেষ দেখা…,
সেদিন থেকে এই জীবনটা হয়ে গেছে বড্ড একা…,।
আঁড়ালে আমি কাঁদি মাগো..,
ইচ্ছে হয় না বাঁচতে…,
তবুও মা তোমার মতো শিখেছি, সব কষ্ট সয়ে নিয়ে হাসতে..।
সবার চোখে সুখী আমি,
কেউ দেখে না নিঃস্ব রিদয়,,
হারাতে হারাতেই বুঝে গেছি, স্বপ্নের এই পৃথিবীতে কেউ যে কারো আপন নয়….।
হাসি- খুশি – কান্নার মাঝে, মনে পড়ে খুব তোমায়,,,
জানিনা,কবে একা এ জীবনের সমাধি হয়ে যায়….।

সর্বশেষ সংবাদ