পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী মাঝে শীতবস্ত্র বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর পক্ষে তার প্রতিষ্ঠিত নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও সুধীজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় বুধবার সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপজেলা সদরের স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের হলরুমে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কলেজের (প্রাক্তন শিক্ষক) আব্দুস সামাদ, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল মামুন ও নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষে মতলুবর রহমান পলাশ প্রমুখ। এসময় উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী, প্রবীন শিক্ষক আমিনুল ইসলাম, নিউ’র সহোদর বড়ভাই ডাঃ সাকী, পলাশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠনি সঞ্চালন করেন স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী নিশাত তাসনিম। শেষে মেধাবী শিক্ষার্থী ও সুধীজনের হাতে ১’শ পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

সর্বশেষ সংবাদ