তানোরে আওয়ামী লীগ গড়ার কারিগর রাব্বানীকে দলের সুদিনে বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : এখন থেকে আগাম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশব্যপী যখন আওয়ামীপন্থী নেতাকর্মীরা দলের সাংগঠনিক অবস্থা জোরদার চাঙ্গা করতে মরিয়া। ঠিক সেসময় রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম দলিয় কর্মকা- তো দুরের কথা নেই নেতাকর্মীদের মধ্যে চেন অব কমান্ড। বর্তমানে তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা হ য ব র ল রুপ ধারণ করেছে। যার ফলে ভেঙ্গে পড়তে শুরু করেছে উপজেলা আওয়ামী লীগের কষ্টে অর্জিত গোছানো নির্বাচনী ভোটের মাঠ বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। এছাড়াও রয়েছে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতি, নেতাকর্মীদের সাথে সেচ্ছাচারিতাসহ রয়েছে এমপির ছত্রছাঁয়ায় থেকে ভাতিজা উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়নার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। তানোর উপজেলা আওয়ামী লীগের নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বর্তমান এমপির বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন আওয়ামী লীগের র্দূদিন ছিল তখন রাজপথে আন্দোলন করতে বর্তমান আওয়ামী লীগের সভাপতি রাব্বানীর নেত্রিত্ব ছাড়া কাউকে পাওয়া যায়নি। তানোরে আওয়ামী লীগের বসার জায়গা থেকে শুরু করে ছিলনা পার্টি অফিস। যখন দলের র্দূদিন চরম আকার ধারণ করেছিল তখন বিএনপির দাপটে দেওয়া হত না মিছিল মিটিং সভা সমাবেশ করতে অনুমতি। তার পরেও দলের র্দুদিনে বিএনপির কাছে নতো হয়নি তানোরের আওয়ামী লীগ। দলের র্দূসময়ে একমাত্র গোলাম রাব্বানী তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যেমে সঠিক রাজনীতির পথে আওয়ামী লীগকে পরিচালনা করে সুসংঘঠিত করেছে। যার সুস্থধারার রাজর্নীতির জন্য আজ তানোরে বিএনপি দমে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ। আর সেই রাব্বানীকে বাদ রেখে দলের সুসময়ে কোন সাংগঠনিক কর্মকান্ড না করে চলছে লুটপাট সহ ত্যাগী নেতাকর্মীদের অবম্যূয়ন। তাই এবার আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বর্তমান এমপি ফারুক চৌধুরীর বিকল্প হিসাবে গোলাম রাব্বানীকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবেন তা নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। এমপি পদের জন্য দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপও থেমে নেই। আওয়ামী লীগের মাঠ চাঙ্গা করতে প্রকাশ্য প্রচারণা জোরালো ভাবে চালিয়ে যাচ্ছে গোলাম রাব্বানী। ভেতরে ভেতরে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক অব্যাহত রয়েছে তার। এমন কি তার পক্ষে নেতাকর্মীরাও ভোটারদের সঙ্গে জনসংযোগ করছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নের জন্য একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে সবাই একত্রে তার জন্যই কাজ করবে বলে তৃণমূল আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ