মানব সেবাই অবদান রাখতে হবে Ñ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ জাহিদ মালেক বলেছেন দেশের সবাইকে মানব সেবাই অবদান রাখতে হবে। দেশকে ও দেশের মানুষকে ভালবাসতে হবে। স্বাস্থ্য খাতে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলো বিশেষ ভূমিকা রাখছে। ফলে দেশে শিশু ও মাতৃ মৃত্যুহার অনেক কমে গেছে। তিনি আরও বলেন ঠোঁটকাটা তালু কাটা শিশু জন্ম নিলে মানুষ তাকে অভিশাপ ভাবত। কিন্তু টিএমএসএস স্মাইল ট্রেইন আরসিএইচ কেফট প্রজেক্টের মাধ্যমে চার হাজার ঠোঁটকাটা তালু কাটা রোগীকে বিনামূল্যে অপারেশন করে তাদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতে সহযোগীতা করেছে। এটা অবশ্যয় মানব সেবা। আশা করি এটা আপনারা চালু রাখেবেন,এ ক্ষেত্রে সরকার সাধ্য মত সহযোগীতা করবে।
তিনি গতকাল টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় আল্লামা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্মাইল ট্রেইন আরসিএইচ কেফট প্রজেক্ট আয়োজিত ঠোঁটকাটা তালু কাটা রোগীর সার্জারী লক্ষ্য মাত্রা অর্জন উৎসব অনুষ্ঠানে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্ণ এবং প্লাষ্টিক সার্জারী ইউনিটের ন্যাশনাল কো-অডিনেটর ডাঃ সামন্ত লাল সেন, বগুড়ার সিভিল সার্জন অর্ধেন্দু দেব,সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপিকা রুবিনা হামিদ প্রমূখ। আরও বক্তব্য রাখেন স্মাইল ট্রেইন আরসিএইচ কেফট প্রজেক্টের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এবং প্লাষ্টিক সার্জন প্রফেসর ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার,স্মাইল ট্রেইন ইনক আমেরিকার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, টিএমএসএস স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান। উল্লেখ্য স্মাইল ট্রেইন ইনক আমেরিকার আর্থিক সহযোগীতায় ও টিএমএসএস পরিচালিত স্মাইল ট্রেইন আরসিএইচ কেফট প্রজেক্ট এ প্রকল্প ২০১০ সাল থেকে ৪০০০ ঠোঁটকাটা তালুকাটা রোগীকে সফল অপারেশন করছে।

সর্বশেষ সংবাদ