সৈয়দপুরে এমপি’র দেয়া প্রকল্প প্রত্যাখান করলেন এক ইউপি চেয়ারম্যান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে এমপি’র দেয়ার কাবিখার প্রকল্প প্রত্যাখান করলেন এক ইউপি চেয়ারম্যান। জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ দেওয়ানীপাড়া মসজিদ হয়ে আজিজুলের বাড়ি পর্যন্ত রাস্তা ও সোলারের প্রকল্প তৈরী করে নীলফামারীতে প্রেরণ করেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ। প্রকল্পটি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বিশেষ বরাদ্দের। প্রকল্পটি অনুমোদন হয়ে সৈয়দপুর উপজেলার সে মোতাবেক চেয়ারম্যান জিকো আহমেদ প্রকল্পের যাবতীয় কাগজপত্রাটি উপজেলায় জমা করেন। এর মধ্যে চেয়ারম্যান জিকো আহমেদ জানতে পারেন এমপি’র লোক প্রকল্পটি ধলাগাছের পরিবর্তে কুজিপুকুরে করবে। জায়গা পরিবর্তন হওয়ায় প্রকল্পটি নিতে অনিহা প্রকাশ করেন ওই চেয়ারম্যান। এ ব্যাপারে চেয়ারম্যান জিকো আহমেদ বলেন, প্রকল্পটির ধলাগাছ করার জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। হঠাৎ জানতে পারি প্রকল্পটি কুজিপুকুরে হবে। তাই আমি এমপি’র ওই প্রকল্পটি প্রত্যাখান করলাম। এ ব্যাপারে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সৈয়দপুরে মাদক ও বাল্য বিবাহ বিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে মাদক ও বাল্য বিবাহ বিরোধী গণসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন বিকেলে বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকারের সভাপতিত্বে ইউপি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপ-পরিচালক মাদক এবং নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর উপঅঞ্চল দিলারা রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা জঙ্গী। এ সভায় বক্তব্য রাখেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠান আয়োজন করেন ৩নং বাঙ্গালীপুর ইউপি। সভায় বক্তারা বাল্য বিবাহ মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ