পঞ্চগড় নাজিরগঞ্জ ও বালাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন

পঞ্চগড় প্রতনিধিি : দীর্ঘ ৬৮ বছর পর পঞ্চগড়ের অভ্যন্তরে অবস্থিত সাবেক ছিটমহল নাজিরগঞ্জ, বালাপাড়া, কোট ভাজিনী ও দহলা খাগড়াবাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সুজন ওই এলাকা পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় এক সংক্ষিপ্ত জনসভায় তিনি বলেন, ইন্দিরা-মুজিব চুক্তির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দীর্ঘ ৬৮ বছর পর ছিটমহল বিনিময় হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, রাস্তা-ঘাটসহ সকলপ্রকার সমস্যা সমাধান এখন সময়ের ব্যাপার মাত্র। নাগরিক সেবা থেকে বঞ্ছিত এই বৃহৎ জনগোষ্টির পূর্ণবাসনের জন্য সরকার ২ শত কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন। শীঘ্রই এই এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি কিনিক, রাস্তা-ঘাটসহ সকল প্রকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, বোদা উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, নাজিরগঞ্জের আ: গফুর মাষ্টার, গাড়াতির মো. মফিজার রহমান, বালাপাড়ার মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, মুরাদ আলী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দ্রুত এই এলাকাগুলোতে বসবাসরত নাগরিকদের শিক্ষা, চিকিৎসা, রাস্তা-ঘাট, বিদ্যুৎসহ সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন এবং এলাকার জনসংখ্যা ও আয়তন অনুপাতে ইউনিয়ন পরিষদ স্থাপনের জোর দাবি জানান।

সর্বশেষ সংবাদ