কুমিল্লায় কাঁঠাল খেয়ে এক পরিবারের ৬ সদস্য অসুস্থ্য

নিজস্ব সংবাদদাতা ঃ ফেরিওয়ালা থেকে কাঁঠাল কিনে ইফতারের সময় ভেঙে তা খাবার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৬ সদস্য অসুস্থ্য হয়ে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামে। আহত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের মির্জাগাজী বাড়ীর শরাফত আলীর ছেলে বাদশা মিয়া গত শনিবার বিকেলে ইফতারের পূর্বে ছাতিয়ানী মুর্শেদ ভূইয়া মার্কেটের সামনে থেকে ভেনে নিয়ে আসা এক ব্যক্তির নিকট থেকে ৩০ টাকায় একটি কাঁঠাল ক্রয় করে। সন্ধ্যায় ইফতারের সময় অন্যান্য ইফতার সামগ্রীর সাথে পরিবারের সকল সদস্য ঐ কাঁঠালটি ভেঙে ইফতার করে। এক পর্যায়ে পরিবারের সকল সদস্য রাতের বেলায় কয়েক বার পাতলা পায়খানায় আক্রান্ত হয়। পরদিন রোববার পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ কিনে খেয়ে শরীরের কোনো উন্নতি না দেখে ঐদিনই রাত সারে ১১টায় ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডায়রিয়া বিভাগে পরিবারের ৬ সদস্য ভর্তি হয়। আক্রান্ত রোগীরা হল- ছাতিয়ানী গ্রামের মৃত সুরত আলীর ছেলে শরাফত আলী(৮০), তার ছেলে বাদশা মিয়া(৩০), ছেলের বউ সকিনা খাতুন(৩৫), নাতিন আকলিমা(১৫), নাতি মেহেদী(১০) এবং রবিউল(৬)। স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসাইন এ প্রতিনিধিকে জানান, অসুস্থ্যরা কাঁঠালের সাথে দধি খেয়েছিল। কাঁঠাল অথবা দধি থেকে খাবারে ফুড পয়জন হবার কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ফুড পয়জনের সঠিক কারণ বের করা যাচ্ছে না। তবে বর্তমানে তারা বিপদমুক্ত আছে এবং আগামি ২/৩দিনের মধ্যেই তারা সুস্থ হয়ে উঠবে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন।

সর্বশেষ সংবাদ